Blog 2023

ভাষা মানুষের আবেগ কে তাড়িত করে। স্বপ্ন দেখতে শেখায়| ভাসা মানুষের ভাব প্রকাশের একমাত্র আশ্রয় | মাতৃভাষার মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ তার আবেগকে বা তার ভাবকে যে সুদূরপ্রসারী করতে পেরেছে, একথা অনস্বীকার্য। ব্যক্তির শিল্প ও সংস্কৃতি প্রসারের প্রধানতম উপাদান হলো তাঁর ভাষা। ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলির প্রথম ভাষা হল ইংরেজি। তাদের কাজে-কর্মে ইংরেজি ভাষাই যে এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তারাও যে আঞ্চলিক ভাষার উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকে এ কথা বলা বাহুল্য। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইংরেজি মাধ্যম বিদ্যালয় গুলি শুধুই আঞ্চলিক ভাষা হিসাবে নয়;বরং পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষা হিসাবে বাংলাকেও তাদের পাঠক্রমের দ্বিতীয় ভাষার অন্তর্ভুক্ত করেছে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলির নিজস্ব উৎসব আয়োজনের সঙ্গে সঙ্গে বাংলার যাবতীয় উৎসবগুলির প্রতিও যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকে। যেমন পয়লা বৈশাখ,২৫ শে বৈশাখ ছাড়াও বিভিন্ন মনীষীর জন্ম দিবস,ভাষা দিবস এছাড়া বিভিন্ন উৎসব বা পার্বনকে মনে রেখেও তাদের আয়োজন যথেষ্ট নজর কাড়ে। আমাদের বিদ্যালয় দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল তার জন্ম লগ্ন থেকেই বাংলার যাবতীয় উৎসবকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষা আমাদের সকলের প্রিয় জয়া ম্যাম বিদ্যালয়ের পাঠক্রমের মধ্যে বাংলার শিল্প সংস্কৃতির যে বীজ বপন করেছিলেন,আজও তা বিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ শ্রী রঞ্জন মিত্র স্যারের সুদক্ষ পর্যবেক্ষণ ও পরিচালনায় অব্যাহত রয়েছে। এখানে পাশ্চাত্য শিক্ষা বা সংস্কৃতির পাশাপাশি এই বাংলার উৎসব বা পার্বণগুলিকেও যথেষ্ট নিষ্ঠা ভরে পালন করা হয়। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতিও অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায়। পড়াশোনার পাশাপাশি তারা নিজস্ব সংস্কৃতিকেও চিনতে বা জানতে শেখে,যা তাদের শুধু বর্তমান নয়,ভবিষ্যৎ চলার পথকেও আরো বেশি করে সুগম করে তোলে।